স্কুলের মাঠের মাটিতে বসে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নিয়ে নিয়মিত স্কুলে আসা যাওয়া এবং পড়ালেখার গুরুত্ব ও ভবিষ্যতে এর সুফল সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে উৎসাহিত করেছেন হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
শনিবার (২০ জানুয়ারি) সকাল ১১ টার দিকে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্কুলের মাঠে মাটিতে বসেই এই গুরুত্বপূর্ণ পরামর্শ দেন নবনির্বাচিত সংসদ সদস্য। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরার পর সর্ব মহলে প্রশংসিত হয়েছে।
এর আগে তিনি দিন শুরু করেন নবীগঞ্জের পূর্ব তিমিরপুর দারুল হিকমা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার মহিলা মাহফিলে পরিদর্শনের মাধ্যমে। এছাড়াও একই দিন তিনি ইনাতগঞ্জ যাওয়ার পথে রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং কাজের মান উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
পরে নবীগঞ্জ উপজেলার ইছবপুর গ্রামবাসী,ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুরা গ্রামবাসী ও নবীগঞ্জের বান্দের বাজারে এলাকাবাসীর সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। মূলত তিনি দ্বাদশ নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকেই তার সংসদীয় আসনের বাসিন্দাদের সাথে সকাল থেকে সন্ধ্যা এমন কি রাত পর্যন্ত দেখা করে শুভেচ্ছা বিনিময়ে করছেন।
হবিগঞ্জ শহরের বাসভবন থেকে প্রতিদিন সকালে গাড়ি নিয়ে চলে যান বাহুবল নবীগঞ্জ এলাকাবাসীর কাছে। শুভেচ্ছা বিনিময় এর পাশাপাশি সবাইকে আশ্বস্ত করেন দেশ ও দেশের সরকারের প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে এবং নির্বাচনের সময় দেওয়া এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি তিনি অবশ্যই রক্ষা করবেন বলে জানান।