নবীগঞ্জ প্রতিনিধি : ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর নামকস্থানে মাইক্রোবাস,ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে ০৪ যাত্রী। আহতদের উদ্ধার করে সৈয়দপুর বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনাটি ঘটেছে রবিবার (৭ জুন) বেলা ১১ টায়। আহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাও গ্রামের ইব্রাহিম মিয়া (২৭), মোঃ সুহেল মিয়া (২৪), মোছাঃ তান্নি বেগম (১৬), সিলেট মধুশহিদ এলাকার মুন্সিপাড়ার বাসিন্দা পলক দাশ (২৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভূইয়া।