মোঃ হাসান চৌধুরী, নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের দৌলতপুর গ্রামের একটি মসজিদ নির্মানকারী ঠিকাদারের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়, মসজিদ নির্মানকারী ঠিকাদার মোঃ সাহেদুল ইসলাম থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের দৌলতপুর গ্রামের একটি মসজিদে ১৩ মাস যাবৎ নির্মাদিন কাজ করে যাচ্ছেন ঠিকাদার মোঃ সাহেদুল ইসলাম।
উল্লেখ্য গ্রামের লন্ডন প্রবাসী আনোয়ার মিয়ার আর্থিক সহযোগিতায় এবং সার্বিক তত্বাবধানে মসজিদের নির্মান কাজ শুরু হয়। নির্মান কাজ শুরুর ১ বছর পূর্বে তিনি লন্ডন চলে যান। লন্ডন যাওয়ার পূর্বে, শাহীন মিয়া, সিহান, আমির আলী,জুনায়েদ মিয়াকে মসজিদের কাজ দেখো শোনার দায়িত্ব দিয়ে যান। ঠিকাদার মোঃ সাহেদুল ইসলাম তাদের কাছে কাজের টাকা চাইলে তারা বলে লন্ডন প্রবাসী আনোয়ার মিয়ার সাথে যোগাযোগ করেন। লন্ডন প্রবাসীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন শাহীন মিয়া এবং
সিহান টাকা দিবে। ঠিকাদার মোঃ সাহেদুল ইসলাম আরো বেশ
কয়েকদিন কাজ চালিয়ে যান। কয়েকদিন কাজ করার পর আবার টাকা চাইলে শাহীন মিয়া এবং সিহান টাকা দিতে অনিহা প্রকাশ করে।
শাহীন মিয়া এবং সিহান বলে ঠিকাদার মোঃ সাহেদুল ইসলামের কোন পাওনা টাকা নেই। ঠিকাদার মোঃ সাহেদুল ইসলাম বলেন শাহীন মিয়া এবং সিহান কাছ থেকে ৬ লক্ষ ২৬ হাজার টাকা নিয়েছি এবং ৩ লক্ষ ৩৯ হাজার ৯ শত ৯০ টাকা পাওনা বাকী রয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে দেখবো।অভিযোগ সত্য প্রমানিত হলে আইনের আওতায় নিয়ে আসবো।