অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধি।। নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর, নোংরা, জীবন বিপন্নকারী পরিবেশ বিদ্যমান, ওজনে কম দেয়ার অপরাধে অনুরাগ রেস্টুরেন্ট, হাশেমবাগ রেস্টুরেন্ট, আল রোজী রেস্টুরেন্ট কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন২০০৯ অনুযায়ী সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৩১ডিসেম্বর) বিকেলে এই্ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার( ভূমি) উত্তম কুমার দাশ। এসময় এস আই নাঈম আহমেদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।
সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ জানান , এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।