নবীগঞ্জে ভুয়া টিপসই দিয়ে চাল আত্মসাত ॥ তদন্তে সত্যতা পেয়েছে প্রশাসন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 8 May 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে ভুয়া টিপসই দিয়ে চাল আত্মসাত ॥ তদন্তে সত্যতা পেয়েছে প্রশাসন

Link Copied!

ছবি : ভুক্তভোগীদের সাথে কথা বলছেন প্রশাসনের কর্মকর্তারা

নবীগঞ্জ প্রতিনিধি ॥  হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিরুদ্ধে ১০ টাকা কেজি দরের চাল ভুয়া টিপসই দিয়ে চাল আত্মসাতের সংবাদ প্রচার করায় তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ তদন্তে নেমেছে উপজেলা প্রশাসন। প্রাথমিক ভাবে তদন্তে ডিলারের বিরুদ্ধে অনিয়মের সত্যতা পেয়েছে প্রশাসন।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  বিশ্বজিত কুমার পাল, উপজেলা খাদ্য কর্মকর্তা গৌরাপদ,উপজেলা পজীব কর্মকর্তা সাকিল আহমেদসহ বৃহস্পতিবার (৭মে) বিকেলে সরেজমিনে শতক বাজারে অভিযুক্ত ডিলার লিটন চন্দ্র দেব এর গোদাম পরিদর্শন করেন। এবং ১০ টাকা কেজি দরে সুবিধাভোগীদের সাথে আলাপ করেন।

নবীগঞ্জ উপজেলা নির্র্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালন বলেন, ডিলারের বিরুদ্ধে যে অভিযোগ সেটা তদন্ত করা হচ্ছে,তবে তদন্তে কিছু অনিয়ম পাচ্ছি সে অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

এর আগে গত এপ্রিল মাসের শেষের দিকে চাল আনতে গেলে টিপ সই রেখে এপ্রিল মাসের চাল দেয়া হয় সুবিধাভোগী গ্রহীতাদের । তখন সময় পূর্বের মার্চ মাসের চাল না দিয়েই চাল প্রাপ্তি গ্রহীতাদের টিপসই দেয়ার স্থানে ডিলার লিটন চন্দ্র দেব নিজেই মার্চ মাসের ভুয়া টিপ সই দিয়ে মার্চ মাসের চাল আত্মসাত করেন বলে অভিযোগ এনে গত (৬-মে) নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দেন সুবিধাভোগী। এঘটনার পর ‘‘নবীগঞ্জে ১০ টাকা কেজি দরের চাল ভুয়া টিপসই দিয়ে আত্মসাত’’ শিরোনামে দৈনিক আমার হবিগঞ্জে একটি সংবাদ প্রকাশিত হয়।