মোফাজ্জল ইসলাম সজীব, নবীগঞ্জ : নবীগঞ্জ পৌরসভার অত্যন্ত গুরুত্বপ‚র্ণ ৩নং ওয়ার্ডের হাসপাতাল সড়কের পাশে শাখা-বরাক নদীর ওপর ব্রীজ নির্মাণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পৌরবাসীর মধ্যে। বারবার টেন্ডার হলেও এখন পর্যন্ত ব্রীজটি নির্মাণ করতে পারেনি পৌর কর্তৃপক্ষ। ব্রীজটি না হওয়ায় হাসপাতালে যেতে চরম দুর্ভোগ পোহাতে হয় এই এলাকার ৫ গ্রামের মানুষকে।
গ্রামগুলো হলো পৌর এলাকার শিবপাশা, নোয়াপাড়, জয়নগর, আনমনু, তিমিরপুর। ওপর দিকে একই নদীতে নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরীর গ্রামের পাশে নির্মাণ হয়েছে ৪টি ব্রীজ। এনিয়ে সুশীল সমাজে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইছে। সাধারণ মানুষ চলাচলে এই নদীটির ওপর দীর্ঘ কয়েক বছর ছিল বাঁশের সাকোঁ।
সঠিক সময় মেরামত না করায় সেই বাঁশের সাকোঁটিও এখন নেই। শুধু পড়ে আছে তার অস্তিত্ব, সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের পৌর মেয়রের কাছের লোক আহমদ ঠাকুর রানা ও তিমিরপুর গ্রামের ফুল মিয়া, নীলকন্ঠ সূত্রধরসহ একাধিক লোক এই নদীটির জায়গা তাদের ব্যক্তি মালিকানা দাবি করে আসছে। ব্রীজ নির্মাণের টেন্ডার হলেই তাদের বাঁধার মুখে পড়তে হয় সংশ্লিষ্ট ঠিকাদারদের। অভিযোগ আছে নামে বেনামে ভুয়া কাগজ তৈরী করে এই নদীটির জায়গা মালিকানা দাবি করছে এসব লোকজন।
আহমদ ঠাকুর রানা বিএনপি নেতা হিসাবে নিজেকে পরিচয় দেন। তবে বিএনপি দলীয় কোনো কর্মসূচিতে তাকে দেখা যায়নি। অদৃশ্য এক ক্ষমতার দাপট দেখিয়ে চলেন তিনি। নীলকন্ঠ সূত্রধর একজন কাঠ ব্যবসায়ী। অপরজন ফুল মিয়া স্থানীয় জনৈক এক আওয়ামী লীগ নেতার আত্মীয়। উল্লেখিত ব্যক্তিদের বাঁধার মুখে পড়ে ৫ গ্রামের মানুষের দুর্ভোগ। অভিযোগ রয়েছে এই জায়গায় পৌর মেয়র নিজেই মালিকানা দাবি করেন। মালিকানা দাবি করলেও তিনি প্রকাশ্যে আসেন না।
এ বিষয়ে কথা বলেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর অব্দুস ছালাম। তিনি বলেন, নামে বেনামে ভুয়া কাগজ তৈরী করে একদল ভুমিখেকো ব্রীজ নির্মাণের বাঁধার কারণ হয়ে দাঁড়িয়েছে।