ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ।। নবীগঞ্জ উপজেলার ০৮ নং সদর ইউনিয়নের মুরাদপুর এলাকা হতে এক ব্যবসায়ীর সাড়ে ৪ লক্ষ টাকা ছিনতাই করেছে দূর্বত্তরা।
রোববার (২৯ আগস্ট) রাত ৯ ঘটিকার সময় মুরাদপুর জামেয়া মসজিদ সংলগ্ন রাস্তার উপরে এ ঘটনা ঘটে।ব্যবসায়ীর নাম মো.খালেদ মিয়া (২২)। সে বানিয়াচং থানার হলদারপুর গ্রামের মা.আব্দুল শহিদ এর ছেলে ।
নবীগঞ্জ মিম্বর টাওয়ার এর ব্যবসায়ী গ্রামীণ টেলিকম এর মালিক মো.খালেদ মিয়া বলেন, আমার দোকানে বিকাশের লেনদেন করার প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা নিয়ে বাড়িতে যাওয়ার সময় মুরাদপুর এলাকায় মসজিদের সামনে আসার পর কয়েক জন লোক মোটরসাইকেল থেকে আমাকে ডাক দেয় । পরে আমি তাদের কথা মতো দাঁড়ানোর আমার সাথে থাকা টাকার ব্যাগে হাত দেয় তারা । একপর্যায়ে আমাকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল থেকে মাটিতে ফেলে ব্যাগ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এতো টাকা বাড়িতে না রেখে কোথায় নিয়ে যাচ্ছিলেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন বাজার এক ব্যক্তির আমার কাছে টাকা পাওনা ছিল তাকে দেয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম হঠাৎ এ রকম ছিনতাই হবে কখন ও ভাবি নাই। তবে কাউকে আমি চিনতে পারি নাই।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ জানান, এই বিষয়ে কোন অভিযোগ এখন ও পাই নাই অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।