নবীগঞ্জে বোনের বাড়ি থেকে ফেরার পথে ধর্ষণের শিকার এক গৃহবধু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 27 March 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে বোনের বাড়ি থেকে ফেরার পথে ধর্ষণের শিকার এক গৃহবধু

Link Copied!

তারেক হাবিব, সদর প্রতিনিধি॥ নবীগঞ্জের বাশঁঘর এলাকায় বোনের বাড়ি থেকে ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধু। সে ওই উপজেলার মাইজগাও গ্রামের জনৈক জিয়াউর রহমানের স্ত্রী।

২৫ মার্চ বুধবার মধ্য রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, ঘটনার দিন মধ্য রাতে বোনের বাড়ি থেকে তার চাচাত ভাই আক্কল আলীর সাথে ফেরার পথে পথে বাঁশঘর এলাকায় পৌছলে পূর্ব থেকে উৎ পেতে থাকা মুছা মিয়া (৩০), শাজাহান মিয়া (৩৩) রা আক্কল আলীকে মারপিট করে বেধে রেখে ওই গৃহবধুকে ধর্ষণ করে। পরে গৃহবধুর শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষক মুছা ও তার সহযোগী শাহাজান পালিয়ে যায়।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার এসআই শামছুল হক জানান, ধর্ষণের অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত আসামীদের গ্রেফতার করতে অভিযান চলছে। আশা করছি খুবই দ্রুত গ্রেফতার করা হবে।