পূর্ব শত্রু তার জেরে বীর মুক্তিযোদ্ধা রাস্তার গেইট ভেঙে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা । বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা মরহুম শাহ ফজর আলী বাড়ি নবীগঞ্জ উপজেলা কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের মান্দার কান্দি গ্রামের বাসিন্দা তার মৃত্যুর পরে তার বড় ছেলে শাহ ফজর আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি লন্ডন প্রবাসী বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে বীর মুক্তিযোদ্ধা শাহ ফজর আলী নামে নামকরণ করে নবীগঞ্জ -হবিগঞ্জ রোডের মান্দার কান্দি গ্রামের প্রবেশ পথে একটি গেইট নির্মাণ স্হাপন করে ছিলেন গত ১০ বছর খানেক আগে।
পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ৫৫ , ইদ্রিস মিয়া ৪৫, ধন মিয়া ৬০ , শাহিন দুলাল ৩০, সুন্দর মিয়া ৫৫, রাজা মিয়া৩৮, কামরুজ্জামান ৫৫, শায়েক ২৭, সুমন মিয়া ২৬, জসিম উদ্দিন ২৬ , নুর আহমদ ২৫, ৭০-৮০ জন সহ তারা দলবেঁধে যুবকদের দিয়ে গত ৬ জুলাই সন্ধা ৫ ঘটিকায় টাইলস লাগানো গেইট হেমার, হাতুরী, গ্লেন্ডার মেশিন দিয়ে ভেঙে ফেলা হয়েছে।
শাহ ফজর আলীর পুত্র শাহ শহিদ আলী লন্ডন প্রবাসী তিনি জানান। পঁচিশ বছর ধরে তিনি সহ তার তিন ভাই লন্ডনে বসবাস করছেন, গ্রামের কিছু লোক প্রতিহিংসায় ঈর্ষান্বিত হয়ে লন্ডন থাকার সুবাদে তার দেশের বাড়িতে কেউ না থাকায় এই সুযোগে রাস্তার গেইট ভেঙ্গে ফেলেছে। এবং তার বৃদ্ধ মা অসুস্থ অবস্থায় দেশের বাড়ি মান্দার কান্দি গ্রামে বসবাস করছেন, তিনি তার বীর মুক্তিযোদ্ধা স্বামীর নামে গেইট স্থাপনা ভেঙে ফেলার কথা শুনে অসুস্থ হয়ে পড়েন এবং বিভিন্ন ভাবে বৃদ্ধা অসহায় বিধবা মহিলা কে হুমকি দিয়ে আসছেন কতিপয় উল্লেখিত গ্রামের কিছু মুরুব্বিয়ান যুবকরা। তিনি দেশের পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের দৃষ্টি কামনা করছেন এবং নিরাপত্তা প্রদানের জন্য আকুল আবেদন জানিয়েছেন।