মোফাজ্জল ইসলাম সজীব, নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ বশির মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ নাবেদ মিয়া, সাধারণ সম্পাদক আলী জাবেদ মান্নাসহ সকল নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা মোঃ বশির মাস্টারের বলিষ্ঠ ভূমিকা ছিল। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে মানুষের হৃদয়ে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তার কীর্তির মাধ্যমে বেঁচে থাকবেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ বশির মাস্টার বেশ কিছুদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৫টায় সিলেট ডেল্টা স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় তার গ্রামের বাড়ি বাউসা গ্রামে দাফন সম্পন্ন হয়।