নবীগঞ্জে বিভিন্ন বাজারে বর্জ্য ব্যবস্থাপনায় সেভরনের সহায়তা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 19 September 2024

নবীগঞ্জে বিভিন্ন বাজারে বর্জ্য ব্যবস্থাপনায় সেভরনের সহায়তা

Link Copied!

নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বিভিন্ন বাজারে বর্জ্য ব্যবস্থাপনায় ৩০টি আধুনিক ডাস্টবিন দিয়ে সহায়তা করেছে সেভরন বাংলাদেশ। সেভরন বাংলাদেশের স্মাইল প্রজেক্টের আওতায় বুধবার (১৮সেপ্টেম্বর) ৩টায় দীঘলবাক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ ডাস্টবিনগুলো হস্তান্তর করা হয়।

এসময় ৪নং দীঘলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া সভাপতিত্বে বক্তব্য রাখেন, শেভরন বাংলাদেশের ফিল্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যাডভাইজার এম.এ রাকিব, স্বাস্থ্য ও চিকিৎসা পরামর্শদাতা জামান মোহাম্মদ আনোয়ার, শেভরন বাংলাদেশের নিরাপত্তা সমন্বয়কারী মইনুল ইসলাম, বিবিয়ানা গ্যাস প্ল্যান্ট সামাজিক বিনিয়োগ উপদেষ্টা আলী আশরাফ চৌধুরী, সামাজিক বিনিয়োগ এবং ফিল্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার তুষারুজ্জামান খন্দকার, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমেদ আজাদ, শেভরনের কো-অডিনেটর মুরাদ আহমেদ ও আব্দুল লতিফ, সিনিয়র সাংবাদিক ও ইউপি সদস্য শাহ সুলতান আহমেদ, বিবিয়ানা গ্যাস প্ল্যান্টের দায়িত্বরত কর্মকর্তা সাকিব আহমেদ, সেভরন কর্মকর্তা জামান, স্মাইল প্রজেক্টের টিম লিডার মকবুল হোসেন প্রমূখ।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়