মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জের বিবিয়ানা পাওয়ার প্লান্ট এলাকায় ক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে।
নিহতের বাড়ি উপজেলার পাহাড়পুর গ্রামের রফিক মিয়ার ছেলে জায়েদ মিয়া (২৫)। সে বিবিয়ানা পাওয়ার প্লান্টে চাকুরী করত ও শেরপুর বাজারে টং দোকান রয়েছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
এলাকাবাসী জানিয়েছেন, দিনে দিনে ডেঞ্জার জোন হিসেবে রূপ নিচ্ছে বিবিয়ানা এলাকার মজলিশপুর-পাওয়ার প্লান্ট সড়ক। এর আগে ওই সড়কের একই স্থানে একাধিক চোরাগুপ্তা হামলার ঘটনা ঘটেছে।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন ও নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুর রহমান জানান, লাশ দেখে মনে হয় এটি পরিকল্পীত হত্যাখান্ড। হত্যার রহস্য উদঘানের চেষ্টা করা হচ্ছে, খুনি যেই হোক তাকে আইনের হাতে ধরা পরতে হবে।