নবীগঞ্জে বিনামূল্যে ২৫০টি মাস্ক বিতরণ করল স্বেচ্ছাসেবী সংস্থা এক মুঠো হাসি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 24 March 2020

নবীগঞ্জে বিনামূল্যে ২৫০টি মাস্ক বিতরণ করল স্বেচ্ছাসেবী সংস্থা এক মুঠো হাসি

Link Copied!

জাবেদুর রহমান, নবীগঞ্জ থেকেঃ করোনা ভাইরাস সচেতনতায় নবীগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন এক মুঠো হাসি’র উদ্যোগে বিনামূল্যে নিজেদের তৈরী ২৫০ টি মাস্ক ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) নবীগঞ্জ উপজেলায় রিক্সা চালকদের মধ্যে মাস্ক এবং পথচারী ও বিভিন্ন দোকানে প্রচারপত্র বিতরণ করে তারা।

এসময় এক মুঠো হাসি’র সদস্যরা জানান, বর্তমান বিশ্বে সবচেয়ে আতংকের নাম করোনা ভাইরাস। এর থেকে বাঁচতে আমাদের বাংলাদেশের মত ঘনবসতিপূর্ণ দেশে গণসচেতনতার বিকল্প নেই। আমরা দেখছি এ ক্রান্তিকালেও কিছু অসাধু ব্যবসায়ী উচ্চ মূল্যে মাস্ক ও নিত্যপণ্য বিক্রি করছে। যার কারণে নিম্ন আয়ের মানুষের পক্ষে উচ্চ মূল্যে মাস্ক কিনা সম্ভব হচ্ছে না। তাই আমরা নিজেরা ২৫০ টি মাস্ক তৈরি করে বিনামূল্যে বিতরণ করেছি। সবার প্রতি আমাদের অনুরোধ, আপনারা নিজেদের জায়গা থেকে নিজের ও অন্যের সুরক্ষায় এগিয়ে আসুন। নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ থাকতে সহযোগিতা করুন।

উল্লেখ্য, এসময় তারা নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালসহ উপজেলা ও পৌরসভার গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

নবীগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়