নবীগঞ্জে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একজন আহত, আশঙ্কানক অবস্থায় সিলেট প্রেরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 18 July 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একজন আহত, আশঙ্কানক অবস্থায় সিলেট প্রেরণ

Link Copied!

 

শাহরিয়ার আহমেদ শাওন, নবীগঞ্জে : নবীগঞ্জে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, শনিবার (১৮ জুলাই) দুপুর ১’টার দিকে নবীগঞ্জ উপজেলার রিপাতপুর গ্রামের মুছাব্বির মিয়া অলি (৩২), বাড়িতে কাজ করার সময় অসাবধানতা বসত লিক হওয়া কারেন্টের ও্যায়ার তার হাত স্পর্শ হয়ে গুরুত্বর আহত হন।

 

 

এ সময় পরিবারের লোকজন তাকে তাৎক্ষণিক নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় অলি মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ প্রেরন করেন।