নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 24 April 2022
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

Link Copied!

নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের রতনপুর গ্রামের তানিশা আক্তার (৫) নামের এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে । রবিবার (২৪এপ্রিল) দুপুরে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। তানিশা আক্তার কুর্শী ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুল মালিকের মেয়ে।

জানা যায়,শনিবার রাতে কাল বৈশাখী ঝড়ে উপজেলার কুর্শী ইউনিয়নের রতনপুর গ্রামে ১টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে মাটিতে পড়ে যায়। খেলা করতে গিয়ে অসাবধানতার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

পরবর্তীতে বিদ্যুৎ কর্মীরা বৈদ্যুতিক খুঁটি মেরামতের জন্য ঘটনাস্থলে পৌঁছালে গ্রামবাসী উত্তেজিত হয়ে তাদের উপর হামলা চালায়। হামলার খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎকর্মীদের উদ্ধার করেন। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসেন।