নবীগঞ্জে বিদ্যালয়ের সামনে বৃষ্টি হলেই পানি জমে একাকার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 22 May 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে বিদ্যালয়ের সামনে বৃষ্টি হলেই পানি জমে একাকার

Link Copied!

মোফাজ্জল ইসলাম সজীব:   নবীগঞ্জ পৌর এলাকার উসমানী রোডস্থ, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। বৃষ্টি দিলেই  পানি জমে একাকার হয়ে যায়। জমে থাকে ময়লা আবর্জনার স্তূপ স্কুলের সামনে ড্রেইন না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়। দুর্ভোগে আছেন পথচারী সহ স্কুলের আশে পাশের দোকান মলিক ও কর্মচারীরা।

ছবি : বিদ্যালয়ের মুল গেইট পানি জমে একাকার হয়ে আছে

আদর্শ স্কুল সামন থেকে ৮ থেকে ১০ টি দোকান ও চৌদ্দ হাজরী মার্কেট পর্যন্ত পানি জমে থাকে প্রতিনিয়ত  । ইদানীং করোনার আতংকে স্কুল বন্ধ থাকায় ছাত্র ছাত্রীদের কষ্ট করতে হচ্ছে না। কয়েজন সাথে আলাপ কালে জানা যায়, আমরা অনেক জনকে এই বিষয়ে বলেছি কোন কাজ হয়নি।  স্কুলের সামনে একটি দোকানের মালিকের কাছে  জানতে চাইলে তিনি বলেন  , আমরা খুব কষ্টে আছি  । মাননীয় পৌরসভার মেয়র ও ইউএনও সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি।