মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১০ নং দেবপাড়া ইউনিয়নের মধ্যবর্তী স্থানে বয়ে যাওয়া নদীর নাম বিজনা নদী।
যার উপর দিয়ে চলে গেছে ঢাকা সিলেট মহাসড়ক। উক্ত নদীর উপর দিয়ে মহাসড়কের সংযুক্ত ব্রিজের নামকরণ করা হয় বিজনা ব্রিজ। এর পূর্ব পাশেই এই ঐতিহ্যবাহী বিজনা বাজার। যেখানে প্রতিদিন সিলেটের বিভিন্ন উপজেলা থেকে মানুষ ঘর বাড়ি কিংবা অন্যান্য প্রয়োজনে বাঁশ ব্যবহারের জন্য ছুটে আসেন গাড়ি কিংবা নৌকা দিয়ে। জলপথ ও স্থলপথ দুটোরই সুযোগ সুবিধা থাকায় দূর দূরান্ত থেকে লোক আসেন উক্ত বাজারে।
উক্ত বিজনা নদীর পাহাড়ি অঞ্চল দিনারপুরের নিকটবর্তী হওয়ার সব ধরনের ব্যবহারযোগ্য বাঁশ পৌঁছে যায় খুব সহজে ও কম খরচে। যার ফলে ক্রেতারা ও কম মূল্যে ক্রয় করতে পারায় প্রায়শই আসেন এই বাজারে। বাজার কমিটির সভাপতি আনিছ উল্লা সেক্রেটারি ময়না মিয়ার সাথে আলাপ করলে তিনি জানান, আমাদের এই বাজারে যারা বাঁশ নিয়ে আসে এবং যারা ক্রয় করে তাদের কোনো রকম হয়রানির স্বীকার হতে হয় না তাই দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে।
বাজারের স্থায়ী বাসিন্দা বিশিষ্ট সালিশ জনাব রজব আলী বলেন, এই বাজারের সব কার্যক্রম ভিন্ন। সবাই সবার সাথে সহোদরের মতো চলাফেরা করে। কারো কোনো ভোগান্তি নেই। তাই উক্ত বাজার ঐতিহ্যবাহী বাঁশ বিজনা বাঁশ বাজার হিসেবে বহুল পরিচিত হয়েছে।