নবীগঞ্জে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী সুবেদ আলম নামে এক যুবকের। শুক্রবার (১০ মার্চ) বিকেলে গজনাইপুর ইউনিয়নের ফুলতলি বাজার নামকস্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত সুবেদ আলম ইনাতগঞ্জ ইউনিয়নের লালাপুর গ্রামের হাজী ইরফান উল্লাহর পুত্র।
স্থানীয়রা জানান, ইনাতগঞ্জ থেকে আত্মীয়র বাড়ীতে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছিলেন সুবেদ আলম।এসময় ফুলতলি বাজার নামকস্থানে পৌঁছামাত্র দ্রুত গতির একটি বাস সরাসরি এসে মোটরসাইকেল আরোহী সুবেদ আলমের সাইকেলে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ইনাতগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার সতত্যা স্বীকার করেন শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পরিমল দেব। ঘাতক বাস থানা আটক রয়েছে।