নবীগঞ্জে বাবলু মিয়া হত্যার প্রধান আসামি মোঃ আকবর মিয়া(৩৫) ও তার সহযোগী সাবিনা বেগম(৩০) গ্রেফতার করেছে পুলিশ। বাবলু আম্বর মিয়ার ছেলে , সহযোগী সাবিনা বেগম মোঃ আকবর মিয়ার স্ত্রী। উভয় নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউপি হরিনগর গ্রামের বাসিন্দা।
সোমবার (২৫ মার্চ) গভীর রাতে সিলেট জেলার ঘাসিটুলা বেতের বাজার এলাকা তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি গ্রেফতার গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসা বাদে হত্যা মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং হত্যার ঘটনার বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি ও প্রদান করেছে।
উল্লেখ্য গত ৫ মার্চ দুপুর আড়াইটার দিকে পারিবারিক বিষয়াদি নিয়া নিহত বাবলু মিয়া ও সাবিনা বেগম এর মধ্যে কথা কাটাকাটি কে কেন্দ্র করে মোঃ আকবর মিয়া বাবলু মিযাকে হত্যার উদ্দেশ্যে মাথার পিছনে বাঁশের মুগুর দিয়ে একাধিক আঘাত করে গুরুতর জখম করে। এবং সাবিনা বেগম হাতে থাকা লাঠি দিয়ে বাইরাইয়া জখম করলে বাবলুকে আঘাত করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বাবলু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে।