নবীগঞ্জে বসছে ৭টি পশুর হাট-পর্যাপ্ত স্বাস্থ্যবিধি অনুসরণে আশ্বাস - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 20 July 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে বসছে ৭টি পশুর হাট-পর্যাপ্ত স্বাস্থ্যবিধি অনুসরণে আশ্বাস

Link Copied!

 

সলিল বরণ দাশ, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ৯টি স্থানে বসছে পশুর হাট। এর মধ্যে রয়েছে স্থায়ী ২ টি ও অস্থায়ী ৭টি হাট। সব ধরণের স্বাস্থ্যবিধি মেনে এসব হাট পরিচালিত হবে জানিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়াও সম্প্রতি অস্থায়ী ৭টি হাটের ইজারার জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে।

সূত্র মতে জানা যায়, উপজেলায় স্থায়ী পশুর হাট রয়েছে ২টি- সালামতপুর পৌর পশুর হাট ও জনতার বাজার পশুর হাট। এছাড়া প্রতিবছর ঈদুল আজহা উপলক্ষে একাধিক অস্থায়ী পশুর হাটের অনুমতি দেওয়া হয়। অন্যদিকে এবার করোনা পরিস্থিতির কারণে পর্যাপ্ত স্বাস্থ্যবিধি ও নিয়ম-নির্দেশনার উপর বিশেষ নজরদারি সহকারে দেওয়া হয় এবছরের ৭টি হাটের অনুমোদন।

উক্ত অস্থায়ী পশুর হাটগুলো হলো- সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজার পশুর হাট, কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের ইমাম বাড়ি বাজার পশুর হাট , আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি বাজার পশুর হাট, ১০ নং দেবপাড়া ইউনিয়নের গোপলা বাজার পশুর হাট, বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের কাজির বাজার পশুর হাট, ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজার পশুর হাট ও কুর্শি ইউনিয়নের কৈলাশগঞ্জ বাজার পশুর হাট।

 

ছবি: পশুর হাট

 

আগামী ২৪ জুলাই থেকে এসব হাটে কোরবানীর পশু কেনাবেচা শুরু হবে বলে সংশ্লিষ্ট সুত্রমতে জানা যায়।

এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিশ্বজিত কুমার পাল জানান, স্বাস্থ্যবিধি মেনে এসব হাট ঈদের আগের দিন পর্যন্ত পরিচালিত হবে। ইজারাদার ও তাদের কর্মীদেরকে এ ব্যাপারে বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ইজারাদাররা পশুর হাটে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিষয়টিও নিশ্চিত করবেন বলে আমাদের অবগত করেছেন।