নবীগঞ্জে বরখাস্তকৃত চেয়ারম্যান মুকুলের দুর্নীতির অনুসন্ধানে মাঠে দুদক, মুকুলের বহিষ্কারের সুপারিশ যাচ্ছে কেন্দ্র - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 19 July 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে বরখাস্তকৃত চেয়ারম্যান মুকুলের দুর্নীতির অনুসন্ধানে মাঠে দুদক, মুকুলের বহিষ্কারের সুপারিশ যাচ্ছে কেন্দ্র

Link Copied!

 

মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ১০টাকা কেজি দরের তালিকায় ব্যাপক অনিয়ম দুর্নীতি ও সুবিধাভোগীদের চাল আত্মসাতের দায়ে (বরখাস্তকৃত) চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের কর্মকান্ড নিয়ে তােলপাড় চলছে রাজনৈতিক অঙ্গনে। দলীয় সূত্র বলছে- নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকেও অব্যাহতি দিয়ে ইমদাদুর রহমান মুকুলকে বহিষ্কার করার জন্য হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কর্তৃক সুপারিশ যাচ্ছে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে। অপর দিকে এক বিশ্বস্ত সূত্রে জানিয়েছে, দুর্নীতির অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন দুদক।

প্রভাবশালী এই নেতার এহেন অনিয়মের কার্ড নিয়ে আলোচনায় সরব নবীগঞ্জ উপজেলা। সুশীল সমাজ মনে করছেন বর্তমান সরকারের আমলে দুর্নীতি করে কেউ পার পাবে না। অপরদিকে দুর্নীতির দায়ে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি প্রাপ্ত ইমদাদুর রহমান মুকুল বাচঁতে বিভিন্ন মহলে দৌড় ঝাঁপ করছেন। সূত্রে প্রকাশ, চেয়ারম্যান পদ হতে স্থায়ীভাবে অপসারণ থেকে বাঁচতে ও চেয়ারম্যান পদ ফিরে পেতে বিভিন্ন স্থানে দৌড়ঝাঁপ করছেন। এছাড়া দলীয় সভাপতির পদ থেকে বহিষ্কার ঠেকাতে দলীয় হাই-কমান্ডকে ম্যানেজের গুঞ্জন রয়েছে।

যদিও আওয়ামী লীগের দুর্নীতিবাজদের ঠাই নেই বলে মনে করেন তৃণমূলের নেতাকর্মীরা।

জানা যায়, চাল আত্মসাতের অভিযােগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রনালয় কর্তৃক গত ৭ জুলাই গজনাইপুর ইউনিয়ন চেয়ারম্যান পদ থেকে মুকুলকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

          ছবি: বরখাস্তকৃত চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল

 

এরপর ১৫ জুলাই বুধবার নবীগঞ্জ উপজলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার আয়াজন করা হয়। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের প্রায় অর্ধশতাধিক নেতা। একপর্যায়ে সর্ব সম্মতিক্রমে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে ইমদাদুর রহমান মুকুলকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত হয়। বর্তমান
নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন গিয়াস উদ্দিন আহমদ।

এদিকে দলীয় নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে দল থেকে অব্যাহতি দেয়ার পরও নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (অব্যাহতি প্রাপ্ত) সভাপতি ইমদাদুর রহমান মুকুল গতকাল রবিবার দলীয় সভার আহবান করছেন। যদিও আওয়ামী লীগের প্রথম সারির নেতাকর্মীরা মুকুলের সভা আহবানকে ব্যক্তিগত সভা বলে অবহিত করেন।

এ ব্যাপারে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, দুর্নীতিবাজদের কোনো দলীয় পরিচয় নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছেন যে দুর্নীতি করবে তাকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

এ বিষয় জানতে চাইলে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি
এডভোকেট আবু জাহির এমপি বলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের সুপারিশের প্রেক্ষিতে ইমদাদুর রহমান মুকুলকে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।