জাবেদুর রহমান, নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের বন্যা কবলিত ঘরবাড়ি ও পরিবারের খোঁজ খবর নিলেন ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু।
রবিবার (১৯ জুলাই) ৮নং সদর ইউনিয়নের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু বন্যা কবলিত গোজাখাইর ও দত্তগ্রাম এলাকার ঘরবাড়ি ও পরিবারের খোঁজ খবর নেন।
এ সময় বন্যা কবলিত এলাকার মানুষের সাথে কথা বলেন। কথা বলার এক পর্যায়ে তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে সব সময় আপনাদের পাশে আছি এবং যেকোন সমস্যা মোকাবিলায় আমরা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব। আপনারা কেউ ধৈর্য্য হারাবেন না। সরকার আপনাদের পাশে সবসময় আছে এবং থাকবে।