নবীগঞ্জে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 30 July 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Link Copied!

 

মোঃ হাসান চৌধুরী, নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলার বড় বাখৈর (পশ্চিম) ইউনিয়ন আশ্রয়কেন্দ্রের বন্যার্তদের পাশে আছে সরকার। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নবীগঞ্জ উপজেলার বড় বাখৈর (পশ্চিম) ইউনিয়নের অসহায় ও দুস্থ লোকদের মধ্যে সরকারের পক্ষ থেকে ৪০ টি পরিবারের মধ্যে শুকনো খারার বিতরণ করা হয়।

 

ছবি: খাদ্য সামগ্রী বিতরণ করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। বিতরণ কালে এ সময় উপস্থিত ছিলেন,বড় বাখৈর (পশ্চিম) ইউনিয়নের চেয়ারম্যান, সমর চন্দ্র দাশ, ইউপি সদস্যসহ অনেকেই।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, বন্যার্তদের
পাশে সরকার ছিল, আছে, এবং থাকবে। কোন পরিবারকে না খেয়ে থাকতে
হবে না। সরকার বন্যার্তদের জন্য যথেষ্ট পরিমান খাদ্য সংগ্রহ করে
রেখেছে।