দিপু আহমেদ, নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলা ২’নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নে বন্যাকবলিত কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ২নং (পূর্ব) বড় ভাকৈর ইউপি প্যানেল চেয়ারম্যান খালেদ মোশারফ।
শনিবার (১৮ জুলাই) ইউনিয়নের বন্যা কবলিত শতাধিক অসহায় খেটে খাওয়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
খাদ্য সামগ্রী বিতরণকালে খালেদ মোশারফ বলেন ,সমাজের বিত্তবানদের উচিত গরিব, খেটে-খাওয়া দূর্ভোগে থাকা পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্যে এগিয়ে আসা। আমি সামাজিক দৃষ্টিকোণ থেকে হতদরিদ্র সাময়িক বিপদে থাকা পরিবারের কিছুটা কষ্ট লাগবে তাদের সাহায্যে এগিয়ে এসেছি। এ সময় তিনি বলেন আসুন আমরা সবাই বন্যার্তদের পাশে দাড়াই।
এসময় খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য কাজল আহমেদ, কাজিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ রেজা, ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য নিয়ামুল করিম অপু, আবু সালেহ, স্বপন আহমেদ, নুরুল ইসলাম পাবেল, বাবলু মিয়া, ইসলাম উদ্দিন, মুসা মিয়া, শাহান আহমেদ, ইউসুফ মিয়া,মাছুম, সুমন প্রমুখ।