হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে কাওসার (২৩) নামে একজন নিহত হয়েছেন। নিহত কাওসার উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবদ গ্রামের মো: তাজউদ্দিন মিয়ার ছেলে। এ ঘটনায় একই গ্রামের রাহেল আহমেদ নামে অপর একজন আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন।
জানা গেছে, শনিবার (৭সেপ্টেম্বর) রাত ১১টার দিকে আহত রাহেল মিয়া, নিহত কাওসার এনাতাবাদ গ্রামে বাড়ির পাশে জাল দিয়ে মাছ ধরতে যান।এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই কাওসার মারা যান এবং লিটন মিয়া গুরুতর আহত হন।
বজ্রপাতের সাথে সাথে তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। আহত রাহেল আহমেদ`কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়। এলাকাবাসী ও স্বজনরা জানান রাহেল আশংকাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ অফিসার ইনচার্জ মাসুক আলী।