নবীগঞ্জ প্রতিনিধি :: মুজিব বর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান’ ও বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (০৬ জুলাই) দুপুরে উপজেলার নবীগঞ্জ জে. কে. সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।
মুজিব বর্ষের আহবান তিনটি করে গাছ লাগান “এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন ‘শেখ হাসিনা’ সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচী পালনের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ আওয়ামিলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত সাংগঠনিক কর্মসূচী অনুযায়ী, নবীগঞ্জ পৌর আওয়ামিলীগ,নবীগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।
এ সময় নবীগঞ্জ পৌর আওয়ামিলীগ এর সভাপতি হাজ্বী মুজাহিদ আলম বলেন কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা নবীগঞ্জ পৌর আওয়ামিলীগের উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে নেতা-কর্মীরা বৃক্ষরোপণ করছি,সর্বপরি “পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, গাছ লাগান,পরিবেশ বাঁচান। এই স্লোগান সামনে রেখে যার যার অবস্থান থেকে মুজিব বর্ষের আহব্বান তিনটি করে গাছ লাগান।
এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ জে কে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম,পৌর আওয়ামীলীগের সভাপতি হাজ্বী মুজাহিদ আলম, সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, সহ সভাপতি মহিবুর রহমান আকল,যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী,পৌর আওয়ামী লীগ নেতা এটি এম রুবেল,নবীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক ফজল চৌধুরী,নবীগঞ্জ পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব,নবীগঞ্জ পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল,পৌর শ্রমিক লীগের সভাপতি হাফিজুর রহমান,নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু,ছাত্রলীগ নেতা রুবেল প্রমুখ।