নবীগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও ২১'আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 22 August 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও ২১’আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

অনলাইন এডিটর
August 22, 2020 4:22 am
Link Copied!

ছবি: বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও ২১’আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল।

 

মোফাজ্জল ইসলাম সজীব, নবীগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে গাজী বাড়ী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মিলাদ মাহফিলে দেওয়ান গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ মিলাদ গাজী উপস্থিত থেকে বলেন, আজ সেই ভয়াল একুশে আগস্ট। ২০০৪ সালের এইদিনে হায়নার দল, ৭১ এর পরাজিত শক্তি চেয়েছিলো আর একটি ১৫ই আগস্ট ঘটাতে ৷ তারা চেয়েছিলো শেখ হাসিনাকে শেষ করে দিতে, বাংলাদেশ আওয়ামী লীগ কে নেতৃত্বহীন করতে ৷

কিন্তু তারা পারেনি তাদের উদ্দেশ্য হাসেল করতে। প্রিয় নেত্রীকে প্রাণ দিয়ে রক্ষা করেছিল সেদিন দলের নিবেদিত প্রাণ কর্মীরা, অকাতরে জীবন দিয়ে রক্ষা করেছিল প্রিয় নেত্রীকে ৷ ইতিহাসের এই বর্বরোচিত হত্যা কান্ডের তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে দোষীদের আইনের আওতায় এনে যথাযোগ্য শাস্তি দাবি করছি ৷ আমরা সেদিন নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আহত সকলের সুস্বাস্থ্য কামনা করছি ৷