মোফাজ্জল ইসলাম সজীব ,নবীগঞ্জ : পবিএ মাহে রমজান উপলক্ষে নবীগঞ্জ উপজেলার ১২ নং কালিয়ার ভাঙা ইউনিয়ন এর মান্দার কান্দি গ্রামের বতর্মান মেম্বার মোঃ আব্দুল হাই সাহেবর ছেলে ফ্রান্স প্রবাসী মোঃ মোস্তফা আলমের অর্থয়ানে সোমবার (১১মে) দুপুর ১২ টা সময় দুস্থ নিম্ন আয়ের ৯ নং ওয়ার্ড মান্দার কান্দি গ্রামের ৩শ পরিবারের মধ্যে এান বিতরণ করেন বতমান মেম্বার মোঃ আব্দুল হাই।
এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ১২ নং কালিয়ার ভাঙা ইউনিয়ন পরিষদের বতমান চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম, শ্যামানন্দ প্রমুখ গ্রামের মুরুব্বিয়ান ও আওয়ামী লীগে নেতা মোঃ আছকির মিয়া,ও মৌলানা এরশাদ আলী। ৯ নং ওয়াড মেম্বার মোঃ আব্দুল হাই দৈনিক আমার হবিগঞ্জ কে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শে, সরকারি তহবিলের থেকে সরকারি অর্থে যে যে কয়টা ধাপ এসেছে আমি আমার গ্রামের গরীব অসহায় মানুষের মধ্যে বিলি,ন করেছি তাদের পাশে আছি থাকব ইনশাআল্লাহ। এবং আমার ফ্রান্স প্রবাসী ছেলের দেওয়া অর্থে আমার গ্রামের গরীব অসহায় মানুষের পাশে এই দুঃসময়ে ধারাতে পেরেছি বলে নিজেকে আনন্দিত মনে করি।