নবীগঞ্জে প্রশাসনের অভিযানঃ জরিমানা আদায় - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 20 May 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে প্রশাসনের অভিযানঃ জরিমানা আদায়

Link Copied!

জাবেদুর রহমান, নবীগঞ্জ প্রতিনিধিঃ  করোনা ভাইরাস পরিস্থিতিতে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার, জনতার বাজার, সদরঘাট বাজার ও পানিউমদা বাজারে যৌথ অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪.০০ হতে ৫.৩০ ঘটিকায় নবীগঞ্জ দেবপাড়া বাজার, জনতার বাজার, সদরঘাট বাজার ও পানিউমদা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন।

এ ব্যাপারে জানা যায়, করোনা ভাইরাস পরিস্থিতিতে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সীমিত আকারে দোকান খোলার নির্দেশ দেয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় ও বিনা প্রয়োজনে মাস্ক ছাড়া বাজার এলাকায় ঘোরাফেরা করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৫,০০০ টাকা জরিমানা করা হয়। এ তথ্যটি নিশ্চিত করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।

এ সময় সকল শ্রেণী-পেশার মানুষকে করোনা ভাইরাস মোকাবেলায় সরকার প্রনীত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে আহ্বান জানিয়েছেন এবং নবীগঞ্জের মানুষ যেন বিনা প্রয়োজনে বাসা থেকে বের না হওয়ার জন্য অনুরোধ ও জানিয়েছেন।