ঢাকাMonday , 30 March 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে প্রবাসীর উদ্যোগে ত্রাণ বিতরণ

Link Copied!

মোঃ তাজুল ইসলাম নবীগঞ্জ থেকে:   সোমবার (৩০মার্চ)  সকাল ১০টায় উপজেলা নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামের আমেরিকা প্রবাসী শাহ নুরুল হকের বড় ভাই জনাব শাহ জহিরুল হকের উদ্যোগে প্রায় ১৫০পরিবারকে চাল বিতরণ করা হয়। উক্ত ত্রান বিতরণের সময় বর্তমান করোনা ভাইরাস মোকাবিলায় সার্বিক নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে উক্ত এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ জনাব শফিউল আলম বজলু, বর্তমান মেম্বার সৈয়দ মাহবুবুর রহমান নুরু, সাবেক মেম্বার দিলাওর মিয়া, সাবেক মেম্বার শাহ শামীম আহমদ,আমিনুল ইসলাম এলাইচ মিয়া, শাহ খালিক মিয়া, উমর আলী,মোঃ চান মিয়া, ফজলু মিয়া সহ কাতার প্রবাসী শাহ জহিরুল হকের নিজ বাড়িতে উনার পরিবারের উপস্থিতিতে এ ত্রান বিতরণ করা হয়।

ছবি : অসহায় লোকদের হাতে ত্রাণ তোলে দেয়া হচ্ছে

এ সময় আমেরিকা প্রবাসী নুরুল হকের সাথে ভিডিও কলে কথা বলে তার উদ্দেশ্য জানতে চাইলে সে জানায়,বর্তমান দেশের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা করতে সরকার হিমসিম খাচ্ছে। দেশে লকডাউন থাকায় নিম্ন আয়ের মানুষগুলো ভাইরাসের আগে না খেয়ে মরার আশংকা বেশিই হবে। দেশের আইন শৃঙ্খলা মেনে চলতে গিয়ে তারা ঘরের বাইরে যেতে পারছেনা এবং কাজ কর্ম ও করতে পারছেন না। তাই তার বড় ভাই শাহ জহিরুল হকের এই ক্ষুদ্র প্রয়াস। তিনি বলেন, আমাদের যাদের সামর্থ আছে তারা এদের পাশে দাঁড়ানো উচিত। সব শেষে সে দেশের সব মানুষের জন্য করোনা ভাইরাস থেকে মুক্তি লাভের কামনা করে তার পরিবারের জন্য ও দোয়া কামনা করেন শাহ জহিরুল হক।