মোঃ তাজুল ইসলাম,নবীগঞ্জ থেকে : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা অমান্য করায় নবীগঞ্জে ময়মনা গ্র্যান্ডসন্স কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে। রোববার (২২ মার্চ) নবীগঞ্জ উপজেলা কাজিরবাজার নামক স্থানে ময়মনা গ্র্যান্ডসন্স কমিউনিটি সেন্টারে ছিল এ বৌভাতের আয়োজন। কিন্তু তা ঠেকিয়েছে প্রশাসন। বৌভাত বন্ধের পাশাপাশি বৌভাত আয়োজন করায় কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিন বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা অমান্য করে বৌভাত আয়োজন করায় কমিউনিটি সেন্টারকে ২০,০০০টাকা জরিমানা করা হয়েছে।
একই দিনে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদর ঘাট গ্রামের লন্ডন প্রবাসী বাড়িতে এসে প্রকাশ্যে ঘোরাফেরা করায় ১০,০০০টাকা জরিমানা আদায় করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ কুমার পাল নিয়ম অমান্য করার কারণে এ জরিমানা আদায় করেন। তার সাথে আগামী ১৪ দিন যাতে বাড়ির বাইরে বের না হন সে ব্যপারে ও সতর্ক করা হয়।