নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় চাচা-ভাতিজা গুরুতর আহত হয়েছে। জানাযায়, উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের বাগাউরা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বুধবার (২৪জুন) বিকাল ৫ টায় এ ঘটনা ঘটে। বাগাউরা গ্রামের মৃত আব্দুল মতলিব মিয়ার পুত্র, মাতাব মিয়া (৬০) ও তার ভাতিজা রাসেল মিয়া (২৫) এর উপর একই গ্রামের মৃত, আজমত উল্লার পুত্র, আব্দুল হক (৩৬) সিরাজুর হক (৩২) শামসুল হক (৩০) ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র, শস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

ছবি : হামলায় গুরুতর আহত চাচা-ভাতিজা
এ সময় তাদের শোর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়, পরে আহতদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ভর্তি প্রদান করেন।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।