ঢাকাMonday , 27 January 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে প্যানেল চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Link Copied!

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি  :  হবিগঞ্জের নবীগঞ্জে আউশকান্দি ইউনিয়ন অফিস ভাংচুর ও প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানের উপর হামলার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে সোমবার ( ২৭জানুয়ারি) বিকেলে আউশকান্দি ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি ও ঢাকা- সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।

 


আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- ইউপি সদস্য সাহেল আহমেদ, সুমন আহমেদ, জাপার সহ-সভাপতি মোঃ আব্দুল হাই, দরগা মিয়া, এমরান আলী, শিপন, কয়েছ আলী প্রমূখ। বক্তারা অবিলম্বে সরকারী প্রতিষ্ঠান ভাংচুর ও জনপ্রতিনিধির উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।

 


উল্লেখ্য- গত রোববার বিকেলে নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজারে সিএনজি শ্রমিক সমিতির বিরোধের জের ধরে আউশকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানকে অবরুদ্ধ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা চালায় একদল সিএনজি শ্রমিক। এ সময় তারা সাইদুর রহমানের মোটর সাইকেল ও অফিসের গ্লাস ভাংচুর করে। এ ঘটনায় সাইদুর রহমানকে উদ্ধার করতে উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখলে খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয়ে প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।