নবীগঞ্জ প্রতিনিধি :: মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে নবীগঞ্জ পৌর শ্রমিক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার (০৭জুলাই) দুপুরে উপজেলার আদর্শ স্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।
মুজিব বর্ষের আহবান তিনটি করে গাছ লাগান “এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনা’ সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচী পালনের নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত সাংগঠনিক কর্মসূচী অনুযায়ী নবীগঞ্জ পৌর শ্রমিক লীগ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, পৌর আওয়ামী লীগের সভাপতি মুজাহিদ আহমদ, সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, পৌর যুবলীগ, পৌর স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ আরো অনেকেই।