অঞ্জজন রায়, নবীগঞ্জ প্রতিনিধি।।
মৎস্য অধিদপ্তর রাজস্ব বাজেটের অর্থায়নে ২০২১-২২অর্থ বছরের পোনা অবমুক্ত করা হয়।
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বুধবার (২৯ সেপ্টেম্বর) ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজার সংলগ্ন বিবিয়ানা নদীতে পোনা অবমুক্ত করেন এমপি মিলাদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, হবিগঞ্জ -১ গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, প্রমুখ।
এমপি মিলাদ বলেন, আমরা মাছে ভাতে বাঙ্গালী, দেশীয় পুষ্টির চাহিদা পূরণ করে অর্থনীতির চাকাকে সচল রাখতে মৎস্য খাতকে আরো সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট সবাইকে কাজ করতে হবে।।