নবীগঞ্জে পৌর নির্বাচনের প্রচার-প্রচারণা জমজমাট - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 1 January 2021
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে পৌর নির্বাচনের প্রচার-প্রচারণা জমজমাট

Link Copied!

শাহরিয়ার আহমেদ শাওন :   আসন্ন নবীগঞ্জ পৌর নির্বাচন ঘিরে প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীদের ব্যপক প্রচার প্রচারনা শুরু হয়েছে। নবীগঞ্জ পৌরসভা নির্বাচন ২য় ধাপে ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে। শুত্রবার (১জানুয়ারি)  নবীগঞ্জ শহরস্থ গ্রাম পাড়া মহল্লায় ঘুরে  দেখা যায় প্রতীক সম্বলিত ব্যনার পেষ্টন পোষ্টার সাটানো হয়েছে।মাইকিং করে সকাল থেকে শুরু করে রাত  ১০ টা পর্যন্ত করা হয়। প্রচার প্রচারনায় মেয়র থেকে শুরু করে কাউন্সিলর প্রার্থীগন দিন রাত প্রচার প্রচারনায় সময় কাটাচ্ছেন।

এবারের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম রসুল চৌধুরী রাহেল ও তার প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন বর্তমান মেয়র আলহাজ্ব সাবির আহমেদ চৌধুরী ও সতন্ত্র  প্রার্থী মাহবুবুল আলম সুমন। এছাড়াও নবীগঞ্জ পৌর ৯ টি ওয়ার্ডে মহিলা ও পুরুষ কাউন্সিলর প্রার্থী রয়েছেন অর্ধশতাধিক। আর এতে মাইকিং করে স্লোগান ও গানের সুরে সুরে চলছে গন সংযোগ প্রচার প্রচারনা। প্রার্থী রা সিএনজি টমটম গাড়ী ভাড়া করে নানা রখম প্রশংসনীয় কথা মালা সাজিয়ে সাধারন মানুষদের ভোট দিতে আকৃষ্ট করা হচ্ছে। অনেকেই বিষয়টিকে মজা হিসাবে নিচ্ছেন আবার কেউ দেখছেন শব্দ  দুষন হিসাবে।

ছবি : নবীগঞ্জে পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধীতাকারী তিন প্রার্থী

আবার অনেকের কাছে ভাল লাগছে।কারো কারো কাছে আবার বিরক্তির কারন হয়ে দাঁড়িয়েছে।গতকাল শুত্রবার নতুন বাজার মোরে দেখা যায়। চিরচেনা স্লোগানে  স্লোগানে মুখরিত হয়ে উঠেছে শহর। ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের,শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন। উড়ছে পাখি দিচ্ছে ডাক রাহেল ভাই জিতে যাক।

বিপরীত দিকে আসা আরেক প্রার্থীর প্রচারনা গাড়ী থেকে আসছে পুরাতান গানের লিরিক দিয়ে ছন্দে ছন্দে বলা হচ্ছে প্রার্থীদের নাম। প্রতিদিন এভাবে ভোটের আগের দিন পর্যন্ত চলবে প্রচারনা।এসব মাইকিং অনেকের কাছে শব্দ দুষন হলেও অনেকেই তা উপভোগ করছেন। পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা কপিল উদ্দিন বলেন, ভোট মানে একটা উৎসব পাচ বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। এই কয়েকটা দিন ওইতো প্রচার প্রচারনা আর না হলে বাজার গরম হবে কি করে।