শাহরিয়ার আহমেদ শাওনঃ নবীগঞ্জ পৃথক স্থানে এক শিশু ও এক মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছে।জানাযায় সোমবার (২৩মার্চ) নবীগঞ্জ উপজেলার গুজাখাইড় গ্রামের লেবাছ মিয়ার শিশু কন্যা তানজিদা আক্তার (০২)সকালের কোন একসময় খেলা করতে করতে বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়।পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
অপর দিকে উপজেলার সুলতানপুর গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী সালেহ বেগম (৫৫)রাত সারে ৭ টার দিকে হঠাৎ করে বুকে ব্যথা ও শাশ্বকষ্ট অনুভব করেন।এসময় পরিবারের লোকজন তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার প্রস্ততি নিলে পথেই মৃত্যুর খুলে ঢলে পড়েন তিনি। এসময় হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার গৌতম দাশ পরীক্ষা নিরীক্ষা করে মৃত্যু নিশ্চিত করেন।মৃত্যুর খবর শুনে পররিবারের মধ্যে শোকের মাতম শুরু হয়।