“সঠিক পুষ্টিতে সুস্থ জীবন” গড়ি এই শ্লোগান সামনে নিয়ে নবীগঞ্জে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নবীগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ারের সভাপতিত্বে ও জেলা প্রতিনিধি আল-আমিন আহমেদের সঞ্চালনায় শুরুতে পুষ্টির বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ন স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহীন দেলোয়ার, বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন বীর প্রতীক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, মোঃ ছালিক মিয়া, ইমদাদুল হক চৌধুরী, আক্তার হোসেন ছুবা মিয়া, নির্মলেন্দু দাশ রানা, হাবিবুর রহমান হাবীব, মোঃ নোমান হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন ও উত্তম কুমার পাল হিমেল, সময় পত্রিকার প্রকাশ ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল দেব, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী উপজেলা ইসলামিক একাডেমি সুপার ভাইজার মোঃ সোলেমান মিয়া প্রমুখ।