নবীগঞ্জে পুলিশ এসল্টসহ বিভিন্ন মামলার পলাতক আসামি গ্রেফতার। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 20 May 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে পুলিশ এসল্টসহ বিভিন্ন মামলার পলাতক আসামি গ্রেফতার।

Link Copied!

মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ প্রতিনিধি।। পুলিশ এসল্টসহ বিভিন্ন মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম হুমায়ুন মিয়া। সে বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামের সায়েস্তা মিয়ার পুত্র।

ছবিঃ থানায় পলাতক আসামী হুমায়ুন মিয়া ।

পুলিশ জানায়, বানিয়াচং থানার দুটি পুলিশ এসল্ট মামলাসহ ৫ টি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী হুমায়ুন মিয়া পরিচয় গোপন রেখে নবীগঞ্জে বসবাস করছিল। সে ইতিপূর্বে তার এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। মামলায় ওয়ারেন্ট ইস্যু হওয়ায় পালিয়ে নবীগঞ্জে এসে আস্তানা গড়ে। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমানের নির্দেশে বুধবার বিকেলে থানার এস আই ফিরোজ আলম ও এসআই শামসুল ইসলাম পৃথক অভিযান চালিয়ে তাকে চরগাঁও এলাকা থেকে গ্রেফতার করেন। সে পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কৌশল করেও রক্ষা পায় নি। পরে তাকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান।