দিপু আহমেদ,নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জের ইনাতগঞ্জে গরু চোরের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আগামী কোরবানীর ঈদকে সামনে রেখে চোরের উপদ্রুব থেকে কৃষকের গরু রক্ষাসহ এলাকার আইনশৃংখলা রক্ষায় ইতিমধ্যেই কয়েকজন পেশাদার গরু চোরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ।
তারই ধারাবাহিকতায় শনিবার রাতে ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির পুলিশ পরিদর্শক শামছউদ্দিন খাঁনের নেতৃত্বে, এএসআই আব্দুস সামাদ আজাদসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আরও ১ পেশাদার গরু চোরকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত হলো উপজেলার দীঘলবাক ইউনিয়নের পূর্ব কসবা গ্রামের নাসির মিয়ার পুত্র জিল্লুর রহমান (৩০)। এর আগে একই গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র ফজল মিয়া (৫০) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।