মোফাজ্জল ইসলাম সজীব : নবীগঞ্জ উপজেলার সদর ইউপির মুরাদপুর, রসুলগঞ্জ বাজারের পাশে ফিসারিতে সোমবার (২৪ আগষ্ট) রাতে বিষ ফেলে মাছ নিধন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগষ্ট) সকালে লোক মুখে শুনে ছুটে আসেন ফিসারির মালিক আঃ আউয়াল (৩৫)। ফিসারির পাড়ে কাছে এসে দেখতে পান সব মাছ মরে ভেসে উঠছে।
এতে আঃ আউয়াল’র প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
আঃ আউয়াল জানান, কে বা কারা আমার ক্ষতি সাধনের উদ্দেশ্যে বিষ প্রয়োগ করে। আমার কারো সাথে কোন শত্রুতা নেই, আমি দিন মজুর, কৃষি কাজ করি আমার অনেক কষ্টের অর্জন করা অর্থে লাভের সম্ভাবনায় ফিসারিতে মাছ ফেলি। আজ আমার এই অবস্থা। আল্লাহ তায়ালা কাছে বিচার চাওয়া ছাড়া আর কিছুই নেই।
এ ব্যাপারে আঃ আউয়াল কাছে জানতে চাইলে মামলার কোন প্রস্তুুতি নেওয়া হয়নি বলে জানান।
অন্যদিকে গত ৪ আগস্ট রাতে আরেকটি পাশের পুকুরে বিষ ফেলে শিক্ষক রাজিব দওের প্রায় দেড় লাখ টাকার মাছ নিধন করা হয়।
এছাড়া ১৮ আগস্ট রাতে মুরাদপুর একই স্থানে মোঃ জাহির মিয়ার ফিসারিতে বিষ ফেলে মাছ নিধন করা হয়।
জাহির মিয়া জানান, আমার প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা মাছ নিধন করা হয়। জাহির মিয়া জানান, একে একে তিনটি ফিসারিতে বিষ প্রয়োগ করা হয়। তিনি আরও জানান, পাশের একটি ফিসারির মালিক বদরদি গ্রামের শেখ হেলাল ছিদ্দিকি জাহির মিয়ার ফিসারির বাঁধ কেটে দেওয়ার সময় হাতে নাতে ধরতে পান।
নবীগঞ্জ সদর ইউপির ওয়ার্ড মেম্বার শানু মিয়া জানান, একে একে তিনটি পুকুরে বিষ ফেলে গরীব মানুষের ক্ষক্তি করা ভাবতে কষ্ট লাগে। আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাই বিষয়টি খতিয়ে দেখার জন্য।
স্থানীয় লোকজন বলেন, একে একে প্রায় তিন টি ফিসারিতে বিষ ফেলে মাছ নিধন করা হয়। ক্ষতি করার জন্য কে বা কারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা তার নিন্দা জানাচ্ছি।