নবীগঞ্জে পিতা মাতাকে নির্যাতন : ছেলের কারাদণ্ড - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 13 June 2021
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে পিতা মাতাকে নির্যাতন : ছেলের কারাদণ্ড

Link Copied!

মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ থেকেঃ  নবীগঞ্জে পিতা মাতাকে নির্যাতন করার দায়ে ছেলেকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।  রবিবার (১৩জুন) সন্ধ্যায়  উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুর গ্রামের সমীর উদ্দিনের পুত্র মোঃ শরীফ উদ্দিন (২২) কে দণ্ডবিধি ১৮৬০ এর ৩৫৫ ধারার অপরাধের দায়ে ০১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন।

 

 

ছবি : নবীগঞ্জে পিতা মাতাকে নির্যাতন করায় ছেলেকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত

 

 

 

এ সময় আইনশৃঙ্খলা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানার একদল পুলিশ। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন জানান,বাবা মাকে প্রহার করার ফলে বকভিন্ন সময় শাসন করার জন্য মেম্বার, চেয়ারম্যান পদক্ষেপ নিলেও কর্ণপাত করেনি।

তিনি আরো বলেন,রবিবার সকালে নির্যাতিত বাবা,মা উপজেলা কার্যালয়ে অভিযোগ নিয়ে হাজির। অশ্রু চোখে ছেলের নির্যাতন এর গল্প শুনলাম। অভিযোগের প্রেক্ষিতে রবিবার মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে আটক করে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।