নবীগঞ্জে পিতা মাতাকে নির্যাতন : পুত্রকে ১ বছরের কারাদণ্ড - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 21 April 2022
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে পিতা মাতাকে নির্যাতন : পুত্রকে ১ বছরের কারাদণ্ড

Link Copied!

নবীগঞ্জে পিতা মাতাকে নেশার টাকার জন্য চরম অপমান ও শারীরিক আঘাত, বাড়ি ঘর ভাঙচুর ও নির্যাতন করার দায়ে পুত্রকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার দীঘলবাক ইউনিয়নের পশ্চিম কসবা গ্রামের ফুলকাছ উদ্দিনের পুত্র সুমন আহমদ (২৮) কে ভ্রাম্যমাণ আদালতের (দন্ড বিধি ১৮৬০ এর ৩৫৫ ধারার অপরাধ) মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

নেশার টাকার জন্য চরম অপমান ও শারীরিক আঘাত, বাড়ি ঘর ভাঙচুর ইত্যাদি নিয়মিত অপরাধে পিতা ও মাতার লিখিত অভিযোগের প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ছেলেটির আচরণে গ্রামবাসী ও অবগত ছিল এবং ব্যাপক অভিযোগ পাওয়া যায়। প্রসিকিউশন এবং আসামি ধরতে সহায়তা করেন নবীগঞ্জ থানার একদল পুলিশ। সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।