নবীগঞ্জে পলাতক আসামী গ্রেফতার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 31 August 2022
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে পলাতক আসামী গ্রেফতার

Link Copied!

নবীগঞ্জে নৌকা চুরি মামলার পলাতক আসামী মিজানুর রহমান (২৪) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (৩০আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজার থেকে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। মিজানুর রহমান কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চানপুর গ্রামের কাছম মিয়ার পুত্র।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ নির্দেশনায় এ এস আই জামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মিজানুর রহমানকে নবীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করায় নবীগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে মিলনগঞ্জ বাজারে এলাকাবাসী আনন্দ মিছিল করেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার এ এস আই জামাল হোসেন।