অঞ্জন রায়,নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নে নিখোঁজের ৩ দিন পর মিনহাজ মিয়া ( ৫ ) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ ।
বৃহস্পতিবার ( ২২ জুলাই ) দুপুরে উপজেলার কুর্শি ইউনিয়নের নােয়াগাঁও গ্রামে শিশু মিনহাজের নানার বাড়ির পাশ্ববর্তী ডুবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।মিনহাজ মিয়া উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের সােনাপুর গ্রামের মৃত আতিক উল্লার ছেলে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মােহাম্মদ ডালিম আহমেদ বলেন, শিশু মিনহাজ ৩ দিন আগে নিখোঁজ হয় । নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে জিডি করা হয় এর প্রেক্ষিতে পুলিশ তদন্তে নামে পুলিশ । তদন্তের এক পর্যায়ে বাড়ির পাশ্ববর্তী একটি ডুবা থেকে শিশু মিনহাজের মরদেহ উদ্ধার করা হয় । তিনি আরও বলেন , ধারণা করা হচ্ছে পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।