নবীগঞ্জে নিখোঁজের ১ দিন পরে পুকুরে মিলল শিশুর লাশ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 31 March 2022

নবীগঞ্জে নিখোঁজের ১ দিন পরে পুকুরে মিলল শিশুর লাশ

Link Copied!

নবীগঞ্জে নিখোঁজের ১ দিন পরে মাহিদ (৮) নামের এক শিশু লাশ পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ লাশ উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসেন।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, পৌর এলাকার গন্ধ্যা গ্রামে ওয়াহিদ মিয়ার পুত্র মাহিদ বুধবার(৩০ মার্চ)  বিকেলে বাড়ি থেকে খেলার উদ্দ্যেশে গন্ধ্যা মাঠে আসে।

সন্ধ্যা হয়ে গেলেও মাহিদ বাড়িতে ফিরে না যাওয়ায় তার পরিবারের লোকজন তাকে খোঁজতে থাকেন।

রাত ঘনিয়ে আসলে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে তার পরিবারের লোকজন শহর এলাকায় মাইক দিয়ে নিখোঁজের সংবাদটি প্রচার প্রচারণা করেন।

বৃহস্পতিবার (৩১মার্চ) সকালে মাঠের পার্শ্ববর্তী পুকুরে মাহিদের ভাসমান লাশ তার আত্বীয় স্বজনরা দেখতে পান।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই বিজয় দেবনাথের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরা দেহ উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসেন।

পুলিশ মরা দেহের সুরতহাল রির্পোট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন সাব-ইন্সেপেক্টর বিজয় দেবনাথ।

 

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়