নবীগঞ্জ উপজেলা পরিষদ ও পৌর পরিষদের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।
এ দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করা এবং শোক র্যালি অনুষ্ঠিত হয় সোমবার (১৫আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের অভ্যন্তরে বঙ্গবন্ধুর ম্যুারালে পুষ্পস্তবক অর্পণ করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী।
এসময় উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মহি উদ্দিন,সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ গতি গবিন্দ দাশ, ভারপ্রাপ্ত মেয়র জায়েদ চৌধুরী,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ ,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ,উপজেলা কৃষি কর্মকর্তা মাকসুদুল করিম,শিক্ষা অফিসার সাদেক খান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, বর্তমান যুগ্ম সম্পাদক কাজ্বী ওবায়দুর কাদের হেলাল, এডঃ মুজিবুর রহমান কাজল, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব,ইউপি নির্মেলেন্দু দাশ রানা,রঙ্গলাল রায়,নোমান আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজভী আহমেদ খালেদ,উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক লোকমান আহমেদ খান,নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ২ আব্দুস ছোবান, প্যানেল মেয়র-৩ ফারজানা পারুল, কাউন্সিলর জাকির হোসেন, ফজল আহমদ চৌধুরী,কবির মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রকৌশলী তারিকুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী অরুন চন্দ্র দাশ, প্রধান সহকারী সরাজ মিয়া, সহকারী কর আদায়কারী পৃর্থি¦শ চক্রবর্তী, সহকারী এ্যাসেসর উমা রানী বনিক, কার্য সহকারী মোঃ আবু মুসা,হিসাব সহকারী জুয়েল চৌধুরী, আব্দুল আহাদ মিয়া আবু বক্কর, শেখ আল- আমিন প্রমুখ।এছাড়া ফুল শ্রদ্ধা জানায়, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, থানা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এলজিডি, সাংবাদিক সমিতি, ব্যাংক বীমা, নবীগঞ্জ জোনাল অফিস পল্লী বিদ্যুৎ, এনজিও কর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
এদিন সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে মিলিত হয়।
সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা অডিটিরিয়াম ভবনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অপরদিকে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীলের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।