জাবেদুর রহমান, নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার নব-নিযুক্ত ইউএনও শেখ মহিউদ্দিন রুমি-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো সামাজিক সংগঠন এক মুঠো হাসি।
উল্লেখ্য, ১৫ জুলাই সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান (এনডিসি) এর সাক্ষরিত এক প্রজ্ঞাপনে শেখ মহিউদ্দিন-কে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করা হয়। গত ০৫ আগষ্ট নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
বুধবার (১২ আগষ্ট) দুপুরে নবীগঞ্জের সামাজিক সংগঠন এক মুঠো হাসি-র সদস্যরা নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা’র দপ্তরে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময় কালে এক মুঠো হাসি’র সদস্যরা সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে নব-নিযুক্ত ইউএনও এর সাথে কথা বলেন। এক মুঠো হাসি’র সদস্যরা জানান, সংগঠনের লক্ষ্য হল, ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশায় তরুণ-তরুণীদের মধ্যে আত্মজিজ্ঞাসা ও আত্মোপলব্ধী সৃষ্টির পাশাপাশি একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ তৈরি করা।
নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন সংগঠনের সকল সদস্যদের স্বাগত জানান এবং ঐ সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্যের প্রতি জোরালো সমর্থন জানিয়ে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।