নবীগঞ্জে নতুন জামা পড়ে পরিবারের সাথে ঈদ কাটানো হলোনা পপি ও মনি’র, বিল পাড়ি দিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 1 August 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে নতুন জামা পড়ে পরিবারের সাথে ঈদ কাটানো হলোনা পপি ও মনি’র, বিল পাড়ি দিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু

Link Copied!

মোফাজ্জল ইসলাম সজীব, নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলার ৮ নং সদর ইউপির তিমির পুর গ্রামের নতুন জামা পড়ে পরিবারের সাথে ঈদ আনন্দ করা হলোনা পপি ও মনি’র।

বিল পাড়ি দিতে গিয়ে পানিতে ডুবে চলে গেল না ফেরার দেশে। নবীগঞ্জে ঈদের দিন সকালে নৌকাযোগে বিল পাড়ি দিতে গিয়ে পানিতে ডুবে পপি (১২), ও মনি (১০), নামে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

ছবি: মৃত পপি (১২), মনি (১০)’কে দেখতে প্রতিবেশি

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মা, বাবা, ভাই, বোন পাড়া প্রতিবেশি সহ চলছে শোকের মাতম।

ঘটনাটি ঘটেছে শনিবার (০১ আগস্ট) সদর ইউনিয়নের পশ্চিমতিমিরপুর নামকস্থানে।

আজ ঈদেরদিন নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমতিমিরপুর গ্রামে সরেজমিনে গিয়ে চারিদিকে কাঁন্নার রুল আর স্বজনদের আহাজারি হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়।