নবীগঞ্জে নতুন এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন উত্তম কুমার দাশ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 29 June 2021
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে নতুন এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন উত্তম কুমার দাশ

Link Copied!

মোঃ তাজুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জে নবাগত উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন উত্তম কুমার দাশ।
মঙ্গলবার (২৯জুন) দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন ফুলেল তোড়া দিয়ে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশকে স্বাগত জানান।
পরে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ছবি : উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন ফুলেল তোড়া দিয়ে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশকে স্বাগত জানান

উত্তম কুমার দাশ ইতিপূর্বে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া এর আগে তিনি ৩ বছর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন।  তাঁর গ্রামের বাড়ির সিলেটের সুনামগঞ্জ জেলায়। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত ও  ১ ছেলে সন্তানের জনক।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, এসিল্যান্ড হিসেবে নবীগঞ্জ আমার দ্বিতীয় কর্মস্থল, আশা করছি সততা ও নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করতে পারবো। দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।